চট্টগ্রামে শারজাহ ফেরত দুই যাত্রীর ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ১৩৭ কার্টন বিদেশি সিগারেট, প্রসাধনী সামগ্রী এবং ওষুধ উদ্ধার করেছে কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৭৭ কার্টন ডানহিল, ২০ কার্টন ইজি ও ৪০ কার্টন মন্ড সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া আরো এক যাত্রীর ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ৩৮ পিস প্রকোমিল স্প্রে, ৮৩ পিস এভোকুইন ক্রিম ও ১৬৭ পিস রোয়েটিনেক্স ট্যাবলেট উদ্ধার করা হয়। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন মোতাবেক উদ্ধার করা সিগারেট ও ড্রাই টোবাকো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান