চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই)ও শুল্ক গোয়েন্দা টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। এ সময় লোহাগাড়ার মো. মামুনুর রশিদ, ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য পৌনে ১১ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, এসব সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান