চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিদেশ ফেরত এক যাত্রীর লাগেজ থেকে ৭০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা দল।
এ ঘটনায় আটক মো. আখতারুজ্জামান খান (৩২) চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, বেলা ১১টায় আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী আখতারুজ্জামান খানের লাগেজ তল্লাশি করে এর ভেতরে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ৮ কেজি ২০০ গ্রাম।ইউএনবি।
আজকের বাজার/লুৎফর রহমান