শাহ আমানত বিমানবন্দর থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে ৭ কেজি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

বিমান বন্দরের সহকারী ম্যানেজার খাইরুল কবির ইউএনবিকে বলেন, সকাল ৮টার দিকে যাত্রীদের অভ্যন্তরীণ চলাচলের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এসময় বাসটিতে কোনো বিমান যাত্রী ছিল না।

স্বর্ণের বারগুলো সরকারের কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি।

আজকের বাজার/এমএইচ