বলিউডের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখ্যোপাধ্যায়। এবার হলিউডের কিম কার্দাশিয়ানকে শাড়িতে ঢাকলেন এই বাঙালি ডিজাইনার। যে শাড়ি পড়ে নিজের স্টাইলে ভগ ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করলেন কিম।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, ৩৭ বছর বয়সী রিয়্যালিটি শোয়ের স্টার কিম তার সম্প্রতিক ছবিতে মাত করে দিয়েছেন তার ভক্তদের। সোশ্যাল মিডিয়াও কিমের এই সম্মোহনী ছবির আকর্ষণ এড়াতে পারছে না। ফলে ম্যাগাজিনের এই ছবিগুলি ক্রমেই ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে।
গাঢ় মেরুন বা ওয়াইন রঙের শাড়িতে কিম অসম্ভব মোহময়ী হয়ে উঠেছেন। আর এই শাড়ি ডিজাইন করেছেন সব্যসাচী। শুধু শাড়ি নয়, অনামিকা খান্নার ডিজাইন করা লহেঙ্গা চোলিতেও এদিন কিম ছিলেন মোহময়ী।
বিদেশী কিমের দেশী অবতারে আপাতত মাত ইন্টারনেট দুনিয়া। ভগ-এর মার্চ ২০১৮ ইস্যুর কভারে থাকছে এই ফটোশ্যুটের সেরা ছবিটি। ইতোমধ্যেই কিমের ছবি মন মজিয়েছে বহু ফ্যাশন ডিজাইনারের।
আজকেরবাজার/এমটি