হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে রোববার সকাল ৭টার দিকে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়,মৃত নারীর বয়স আনুমানিক (৪৫) বছর।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।