শায়েস্তাগঞ্জে ডোবা থেকে সিএনজিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক সিএনজিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের হামুয়া নামক স্থানের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম শাকিল (১৭)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুমান গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, শুক্রবার সিএনজিসহ নিখোঁজ হন শাকিল মিয়া। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো হদিস পাননি। রোববার দুপুরে স্থানীয়রা ডোবায় তার মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সিএনজি ছিনতাই করেছে।

আজকের বাজার/একেএ