শিক্ষককে গুলি : ৬ বছরের বালক গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছর বয়সের এক বালকের গুলিবর্ষণে এক শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, উপকূলীয় নিউপোর্ট নিউজ নগরীর রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে এ বন্দুক হামলার ঘটনায় কোন শিক্ষার্থী আহত হয়নি।
স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রিউ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই বিদ্যালয়ের ছয় বছর বয়সের এক শিক্ষার্থী এ হামলা চালায়। এ শিশু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটি কোন দুর্ঘটনাবশত: গুলি বের হয়ে যাওয়ার ঘটনা ছিল না।’
পুলিশ জানায়, এ হামলার শিকার হওয়া ব্যক্তি ৩০ বছর বয়সের একজন শিক্ষক ছিলেন। তিনি শংঙ্কামুক্ত নন বলে ধারণা করা হচ্ছে।
নগরীর স্কুল সুপারিনটেনডেন্ট জর্জ পার্কার বলেন, এ হামলার ঘটনায় ‘আমি ব্যথিত এবং আমি হতাশ হয়েছি।’
তিনি বলেন, ‘যুব সমাজ যাতে সহজে আগ্নেয়াস্ত্র হাতে না পায় এটা নিশ্চিত করতে আমাদের কমিউনিটির সহযোগিতা প্রয়োজন।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিদ্যালয়ে প্রায় বন্দুক হামলার ঘটনা ঘটে। গত মে মাসে দেশটির টেক্সাসের উভালডিতে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় ১৯ শিশু ও দুই শিক্ষক প্রাণ হারায়।
গান ভায়োলেন্স আর্কাইভ ডেটাবেজ থেকে জানা যায়, গত বছর যুক্তরাষ্ট্রে বিভিন্ন বন্দুক হামলায় প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়।