শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি, রাস্তা অবরোধ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি।

বুধবার সকাল থেকে সংগঠনটির সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাঁচ হাজারের বেশি শিক্ষক এ কর্মসূচিতে অবস্থান নিয়েছে।

এতে করে পল্টন থেকে শাহবাগগামী বাসগুলো বিকল্প পথে চলাচল করছে। সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

আরএম/