শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল।

রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতি এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আবারও যে হামলা করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংবাদ মাধ্যমে প্রচারিত সচিত্র প্রতিবেদনে দেখতে হলো যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও লাঞ্ছনার হাত থেকে রেহায় পাননি। এর চেয়ে জঘণ্য কাজ আর কী হতে পারে? আমরা এসব অমানবিক, বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরএম/