নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য (জাপা) সেলিম ওসমান। আদালত তার জামিন শুনানির জন্য ২৩ মে দিন ধার্য করেছেন।
রোববার ১৪ মে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালত এই আদেশ দেন।
সেলিম ওসমান জামিন চাইলে আদালত তাকে বলেন, আপনি এই মামলায় চলতি মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত হাইকোর্টের জামিনে রয়েছেন। তাই পিটিশনটি আমরা জামিনের মেয়াদ শেষ হলে ২৩ তারিখে শুনব।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের মে মাসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধোর করেন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।
আজকের বাজার: আরআর/ ১৪ মে ২০১৭