শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দিন খানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (১৬ জুলাই) দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আসাদুজ্জামান প্রান্ত ও রোকেয়া গাজী লিনার উপর হামলার প্রতিবাদে পৃথক মানবন্ধন করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষক তানজীমউদ্দিন খানের ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হামলার পর প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা যথাযথ ছিলনা।

অংশগ্রহণকারীরা বলেন, এ ক্যম্পাস এখন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর মিছিল করে প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

এদিকে আন্দোলনকারীরা দাবি করেছে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩১ টি বিভাগের বিভিন্ন বর্ষে ক্লাস বিঘ্নিত হয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে তাদের অবিলম্ব বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।

আরএম/