ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (৮ জুলাই) সকালে শহরের হালদা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, ওই এলাকার একটি আবাসিক কোচিং সেন্টারের শিক্ষক লুৎফুর রহমান শামীম, বিভিন্ন সময় শিক্ষার্থীদের যৌন হয়রানি এবং মারধর করতেন।
এমনকি যৌন নির্যাতনের ছবি ফেইসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিতেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। সবশেষ গতকাল কোচিংয়ের দুই ছাত্র যৌন হয়রানির কথা বন্ধুদের কাছে জানায়। এরপর বিষয়টি জানাজানি হলে সকালে ওই শিক্ষককে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ছাত্রদের হোস্টেল একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেখানে একটি ফোর্স পাঠানো হয়েছে।
আজকের বাজার/আরআইএস