বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিক্ষার্থীদের জন্য ‘টাইমটেবিল’ অ্যাপ
প্রকাশিত - মার্চ ২২, ২০১৮ ২:০২ পিএম
শিক্ষার্থীদের পরীক্ষা কিংবা গুরুত্বপূর্ণ ক্লাস অথবা অফিসিয়াল যে কোনো শিডিউল মনে রাখার ঝামেলা কমাবে ‘টাইমটেবিল’ নামের নতুন একটি অ্যাপ।
অ্যাপটিতে প্রতিদিনের ক্লাস, পরীক্ষার সময়সূচী ইত্যাদি সুন্দরভাবে গুছিয়ে টুকে রাখা যাবে। কখন কোন বিষয়ে পড়তে হবে কিংবা কোনো বিষয়ের ক্লাস,পরীক্ষা করে শিডিউল অনুযায়ী টাইমার সেট করা যাবে। ফলে অ্যাপটি নির্দিষ্ট সময় নোটিফিকেশনে তা জানিয়ে দেবে। অ্যাপটিতে রয়েছে থিম সুবিধা, ব্যবহারকারী তাদের পছন্দের অনুযায়ী থিম নির্বাচন করতে পারবেন।
এছাড়া অনেক কাজের তালিকা থেকে প্রয়োজনীয় কাজটি খুঁজে পেতে অ্যাপটিতে রয়েছে সার্চ সুবিধা।অ্যাপটিতে রয়েছে উইজেড সুবিধা। ফলে ফোনের হোম স্ক্রিন থেকে অ্যাপটিতে নোট করা কাজের তালিকা দেখে নেওয়া যাবে। অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর। অফলাইনে কাজ করবে অ্যাপটি। তাই ডাউনলোডের পর এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে থেকে ১০ লাখের অধিক বার ডাউনলোড হয়েছে।
এমআর/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.