শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে, শিক্ষাজীবন বাধাগ্রস্ত করে কোনো প্রকার আন্দোলন কর্মসূচি সরকার মেনে নেবে না।
বুধবার দুপুরে সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পাঠ্যপুস্তক উৎসবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন বলে খবর ইউএনবির।
এসময় শিক্ষার্থী বা কাউকে জিম্মি করে কোনো কর্মসূচি না দেয়ার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানান তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান