ঢাকা মহানগর ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
আগামী ২৩ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের নির্দিষ্ট ছক পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইলে পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ।
গতকাল রোববার মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো.গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে মাউশি’র আওতাধীন (ঢাকা মহানগরী ছাড়া) এসব শিক্ষার্থীদের ছক অনুযায়ী তথ্য Excel সিটে পূরণ করে উপজেলা / থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই-মেইল ঠিকানায় পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা / থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তা আগামী ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার ই- মেইল ঠিকানায় পাঠাতে হবে।
সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের ২৭ অক্টোবরের মধ্যে addshesecondary2@gmail.com ই-মেইল ঠিকানায় ঐ নির্দিষ্ট সিটে পূরণ করে তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, তথ্যগুলো ইংরেজিতে এবং সংযুক্ত নিদিষ্ট ফাইলে পূরণ করে পাঠাতে হবে।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে তথ্য ছকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।