শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীদের অবরাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিসহ নয় দফা দাবিতে সারাদেশের মতো নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ আগস্ট) সকাল ১১টা থেকে বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে রাখেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী।

সরেজমিনে দেখা গেছে, জরুরি রোগী বহনকারী এম্বুলেন্স ছাড়া সব ধরণের যানবাহন চলাচলে বাধা দিচ্ছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ছোট বড় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। রাস্তায় আটকে পড়েছে যাত্রীবাহী শতাধিক বাস।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালে ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

আজকের বাজার/এমএইচ