শিক্ষার্থীদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করে ক্ষোভ প্রশমিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার (৪ আগস্ট) দুপুরে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না—এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আশা করছি, এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে।
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে।
আজকের বাজার/একেএ