শিক্ষার্থীরা প্রথম ডোজ নিলেই খুলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন হলে এবং অন্তত প্রথম ডোজ টিকা গ্রহণ করলে আমরা হল ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। আর এর মধ্যে সশরীরে এবং অনলাইনে পরীক্ষা চলমান থাকবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠক শেষে কুবি ভিসি এসব কথা বলেন।

ভিসি আরো বলেন, যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নেই তারা জন্মনিবন্ধন সার্টিফিকেট দিয়ে টিকা নিতে পারবে। জন্মদিন সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ে জমা দিলে ওদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ নিবন্ধনের ব্যবস্থা করা হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান