শেয়ারবাজারের অবদানে দেশের অর্থনৈতিক উন্নতির চাকা ঘোরানো সম্ভব। কিন্তু এক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় পারদর্শী থাকাটা খুবই জরুরী। সচেতন বিনিয়োগকারীদের উপস্থিতি আর্থিক বাজারে অপ্রয়োজনীয় ব্যয়বহুল এবং প্রতারণামূলক ফাইনান্সিয়াল ইন্সট্রুমেন্টের প্রচলন কমিয়ে দিতে পারে। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ সৃতি মিলনায়তনে ‘বিনিয়োগ শিক্ষা এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসই’র ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ার বাজারে বিভিন্ন ঝুকি রয়েছে। সেসব ঝুকি মোকাবিলায় দরকার পর্যাপ্ত বিনিয়োগ শিক্ষা। শিক্ষা ছাড়া বিনিয়োগ আর মাঝি বিহীন নৌকার মধ্যে কোন পার্থক্য নেই। দুটোর ভবিষ্যতই অনিশ্চিত।