ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা দীক্ষায় ও অর্থনৈতিক উন্নয়নে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে এই ‘বই উৎসব ২০২০’ উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী।
আজ সারাদেশে প্রায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রে প্রায় ৩০ লাখ বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দার। এতে বিশেষ অতিথি ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০২০ শিক্ষাবর্ষের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান