সুখের সংসারে হঠাৎ ছন্দপতন। দুই তারকা তাহসান আর মিথিলার ঘরে ভাঙনের ঝড়। অবশেষে বিচ্ছেদ। তার পর সময়টা বেশ কঠিনই গেছে মডেল-অভিনেত্রী মিথিলার। তবে সব প্রতিকূলতা জয় করে মন দিয়েছেন কাজে। যুক্ত হচ্ছেন বিভিন্ন নতুন প্রজেক্টের সঙ্গে। কিন্তু নিজের খারাপ সময়টা ভুলতে পারছেন না মিথিলা। তবে দুঃসময় থেকেই শিক্ষা নিতে চান এই অভিনেত্রী। নিয়েছেনও। সে কথা নিজেই জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ।
সেখানে মিথিলা লিখেছেন, সেই সব মানুষকে অনেক ধন্যবাদ, যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, পেছন থেকে ছুরিকাঘাত করেছে। অসময়ে ছেড়ে চলে গেছে। এখান থেকে জীবনের অনেক বড় একটা শিক্ষা পেয়েছি, আর না। এই পরিস্থিতির কারণে আরো শক্তিশালী হতে পেরেছি। নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছি। যারা আমার সঙ্গে এসব করেছে, আল্লাহ যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে। আমি সেই প্রার্থনাই করি।