শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারীর দফতর বদল

দুর্নীতির অভিযোগে দুই জন কর্মচারী গ্রেফতারের পর নড়ে চড়ে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার আটজন ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ও প্রশাসনিক কর্মকর্তাকে (এও) অন্য শাখায় বদলি করা হয়েছে। তবে ধরা  ছোঁয়ার বাইরে রয়েছে আরও অর্ধডজন দুর্নীতিবাজ এও এবং পিও। অভিযোগ রয়েছে তারাই মূলত মন্ত্রণালয়ের ঘুষ বাণিজ্যের মূল হোতা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাজিয়া আফরীন স্বাক্ষরিত বদলির অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশ সূত্রে জানা গেছে, উপসচিব (কলেজ) এর পিও মোহাম্মদ রুবায়েত হোসাইনকে মন্ত্রীর দফতরে। বেসরকারি কলেজ শাখার এও  মো. আলমগীর হোসেনকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার এও  মো. আবু জাহেরকে সেবা শাখায়,  বেসরকারি মাধ্যমিক শাখার এও মো. আবু আলম খানকে সমন্বয় শাখায়, সেবা শাখার এও মুহাম্মদ আবু শাহীনকে বেসরকারি কলেজ শাখায়, সরকারি মাধ্যমিক শাখার এও মো. আনছার আলীকে সরকারি কলেজ শাখায়, সরকারি কলেজ শাখার এও মোহাম্মদ আজিম আহমেদকে বেসরকারি কলেজ শাখায়, সমন্বয় শাখার এও গোলাম মোস্তফাকে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখায় বদলি করা হয়েছে। এছাড়া আরও ছয়জন অফিস সহায়ককে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যের বদলি আতঙ্ক বিরাজ করছে। অনেককে স্বপদে বহাল থাকতে গতকাল তবির করতে দেখা গেছে।
অভিযোগ রয়েছে, এমপিও শাখা, উন্নয়ন শাখা, প্রশাসন শাখার প্রশাসনিক কর্মকর্তারা নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। তাদেরকে অন্য শাখাল বদলি না করায় মন্ত্রণালয়ের কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আবার যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই তাদেরকে কম গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আর দুর্নীতিবাজদের আরও গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে দুর্নীতি আর বাড়ার আশঙ্কা রয়েছে।
আজকের বাজার : আরএম/৭ ফেব্রুয়ারি ২০১৮