ভারতের উত্তর প্রদেশে শিক্ষা সফরে গিয়ে বাস দুর্ঘটনায় প্রাণ হারালো ৭ শিক্ষার্থী।
সোমবার (১১ জুন) সকালের এ দুর্ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ সুত্রে জানা যায়, শিক্ষা সফরের জন্য শিক্ষার্থীরা বাসে করে হরিদ্বারে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
এদিকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।
আজকের বাজার/আরআইএস