বিডি ক্লিক ও সচেতন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে “শিক্ষিকার নির্যাতনে মালিহা আত্মহত্যা ও কোচিং বাণিজ্য বন্ধের” দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুলাই) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সহকারী তাজউদ্দিন আহমেদ রাসেল, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ এর সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সচেতন নাগরিক ঐক্য পরিষদের সভাপতি এনামুল হক , ঢাকা যুব ফাউন্ডেশন ও বিডি ক্লিক এর সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন, কাহেৎটুলী ঐক্য পরিষদের উপদেষ্টা হোমায়েন আহমেদ, মনিরুল ইসলাম মনির, আলমগীর, মাকসুদ রানা সহ শতাধিক ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ।
এ মানববন্ধনে নেক্কারজনক এ ঘটনায় শিক্ষিকা রিমি ম্যাডামের শাস্তির দাবিসহ কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জুলাই) ঢাকার মালিবাগের শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার মালিহা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করে।
স্কুলের রিমি মেডাম নামের এক শিক্ষিকার দুর্ব্যবহারে মানসিক চাপের কারণে মালিহা আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।
আজকের বাজার/একেএ