শিখা হয়নি যেন ১৯ বছরের শিশু

ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ শেষে বাংলাদেশের সংগ্রহ তাই শূন্য। সর্বশেষ ৫ টেস্টের চারটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি একটিতে সাকিব-মুশফিকরা ঘরের মাঠে নবাগত আফগানদের কাছে বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে।

সাদা পোশাকে বাংলাদেশের পারফরম্যান্স সবসময়ই সাদামাটা। ১৯ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের অধিনায়ককে তাই এখনো ম্যাচ শেষে বলতে হয়, হারলেও সমস্যা নেই, শিখেছি অনেককিছু। ১১৭ টেস্ট খেলেও টাইগারদের এখনো শেখা শেষ হয়নি।

এ পর্যন্ত ১১৭ টেস্ট খেলে বাংলাদেশ হেরেছে ৮৮টি ম্যাচেই। এরমধ্যে ৪২টি ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। প্রথম জয় পেতেই বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৫ বছর, খেলতে হয়েছে ৩৫টি টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট জিততে আরও চার বছরের অপেক্ষা। সেবার অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল সাকিবের দল। এরপর টেস্টে বাংলাদেশের বড় অর্জন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানো। এছাড়া নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকেও হারিয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টে বাংলাদেশ জয় পেয়েছে কেবল ১৩ ম্যাচে। আর ড্র করার স্বাদ পেয়েছে ১৬ ম্যাচে।

অন্যদিকে নবাগত আফগানিস্তানও টেস্টে নিজেদের প্রমাণ করেছে। তিন টেস্ট খেলেই তারা জয় পেয়েছে দুটিতে। আর ১৯ বছর পরও বাংলাদেশ এখনো শিখছে।

আজকের বাজার/আরিফ