আজকের বাজার প্রতিবেদন: অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে পেপাল। আগামী ১৯ অক্টোবর ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ এর দ্বিতীয় দিন এ সেবার উদ্বোধন করা হবে। বহুল প্রত্যাশিত অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।৯ অক্টোবর সোমবার তিনি একাধিক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জুনাইদ আহমেদ পলক জানান, দীর্ঘদিনের অপেক্ষার শেষ হচ্ছে। প্রাথমিকভাবে সোনালী, রূপালী, সোস্যাল ইসলামী ব্যাংক ও রূপালী ব্যাংকসহ মোট ৯টি ব্যাংকের প্রায় ১২ হাজার শাখায় এ সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে এ সেবার ব্যাপ্তি আরো বাড়বে।এতে ফ্রিল্যান্সারদের পাশাপাশি উপকৃত হবেন অনলাইনে লেনদেন করছেন এমন ব্যবহারকারীরা। এছাড়া রেমিট্যান্স আসার হার বাড়বে। আইসিটি খাতে রেমিট্যান্সে যে লক্ষ্য তা অর্জনে সহায়তা করবে। তিনি আরো জানান, আগামী ১৮ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭। এক্সপোর দ্বিতীয় দিনে পেপাল সেবার উদ্বোধন হবে। জুনাইদ আহমেদ বলেন,ডিজিটাল লেনদেন, ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি আমরা। ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এ ধরনের সেবা চালু করা গুরুত্বপূর্ণ।অনলাইনে পেমেন্টের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় পেপালের এ সেবা। এর মাধ্যমে রেমিট্যান্স, ফ্রিল্যান্সারদের আয় সহজেই দেশে নিয়ে আসা যাবে। এছাড়া অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে দেশে দীর্ঘদিন ধরে পেপাল চালুর দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা। চলতি বছরের এপ্রিল মাসে দেশে পেপাল চালুর জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বাংলাদেশে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বানে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। পেপাল-জুমের ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে পেপালের জুম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জুলিয়ান কিং।পরে মে মাসে দেশে পরীক্ষামূলকভাবে পেপ্যালের সেবা (জুম) চালু করে সোনালী ব্যাংক। ব্যাংকটির সব কটি শাখায় সেবাটি দেওয়ার জন্য একটি পরিপত্র জারি করা হয়। এতে শুরুতে বৈদেশিক রেমিট্যান্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালুর কথা বলা হয়। তবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের অর্থ লেনদেনের সুবিধা ছিল না।পেপাল কার্যক্রম শুরু করে ১৯৯৮ সালে। ২০০২ সালে প্রতিষ্ঠানটি মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। একই বছর ই-কমার্স জায়ান্ট ই-বে কোম্পানিটির সব শেয়ার কিনে নেয়। এর পর ২০১৫ সালে আবারো আলাদা তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে পেপাল। বিশ্বের দুশোর বেশি দেশে পেপালের কার্যক্রম চালু রয়েছে। ৩০টির বেশি মুদ্রায় পেপালের এ সেবা পাওয়া যায়। ১৯৯৮ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় পেপাল হোল্ডিংস ইনকরপোরেশন। বর্তমানে বিশ্বব্যাপী ২১ কোটির বেশি সক্রিয় অ্যাকাউন্ট চালু রয়েছে পেপালের।জরুরি সব সেবা ‘৯৯৯’য়েএখন থেকে সব জরুরি সেবা মিলবে একটি মাত্র হটলাইনে। জনগণের ভোগান্তি কমাতে এবং সব ধরনের সহায়তা একসঙ্গে পেতে এই হটলাইন চালু করছে সরকার।৯৯৯ নম্বরে ডায়াল করে একসঙ্গে পুলিশি সহায়তা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।৮ অক্টোবর রোববার সচিবালয়ে হটলাইন চালু সংক্রান্ত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।এসময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সেবা সুরক্ষা সচিব ফরিদ উদ্দীন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইপিজি) এ কে এম শহীদুল হক, আইসিটি সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা দীর্ঘ একবছর এই জরুরি সেবা নিয়ে কাজ করছি। শিগগির তার সুফল পাওয়া শুরু হবে।