আপিল বিভাগে শিগগিরই নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২১ নভেম্বর মঙ্গলবার বিচার প্রশাসন ইন্সটিটিউটে বিচারকদের এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আমি এতটুকু বলতে পারি, গত বৃহস্পতিবার আমরা বসেছিলাম এবং এ ব্যাপারে আমাদের মধ্যে যে আলাপ-আলোচনা হয়েছে তাতে আমাদের যে ক্ষুদ্র মতভেদ ছিল সেটা দূর হয়েছে এবং সমাধান হয়েছে।
তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে যে ড্রাফটটি এগ্রি করেছি সেটার ফাইনাল করা হয়েছে এবং গতকাল সেটা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে যে মুহূর্তে ফিরে আসবে, আমি আইন মন্ত্রণালয় থেকে সেটা মাহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশে ফিরে আনা হবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।
উল্লেখ, গত ১১ নভেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এর আগে তিনি ছুটিতে যান। তখন থেকে সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজকের বাজার:এলকে/এলকে ২১ নভেম্বর ২০১৭