অস্থির পেঁয়াজের বাজার। হু হু করে বাড়ছে দাম। শিগগিরই দাম কমার কোনো সুখবর সরকারের পক্ষ থেকে মেলেনি। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের দাম কমে আসবে।
বাজারে পেঁয়াজের দাম কবে নাগাদ কমবে জানতে চাইলে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে মুঠোফোনে এ তথ্য জানান সচিব।
তিনি বলেন, ‘আমাদের দেশীয় পেঁয়াজ যেটি বাজারে আসার কথা ছিল সেটি ২০/২৫ দিন পরে আসবে। এছাড়া মিয়ানমার থেকে ১০০০ মেট্রিকটন পেঁয়াজ আসার কথা ছিল কিন্তু আসবে ৪০০ টন। যার ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের দাম কমে আসবে। তখন বাজারে আমাদের নিজস্ব পেঁয়াজ চলে আসবে। তাছাড়া সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ কিছু কোম্পানি তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে। সিঙ্গাপুর পর্যন্ত পেঁয়াজ চলে এসেছে। বাংলাদেশে পৌঁছাতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।’
কত টন আসছে জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, ‘২০ হাজার মেট্রিকটন। এছাড়াও এস আলম গ্রুপ তুরস্ক থেকে আরও ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে।’
‘সব মিলিয়ে বেসরকারিভাবে আমদানিসহ আমাদের উৎপাদিত পেঁয়াজ মিলে বাজারে আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দাম কমে আসবে এবং বাজার স্থিতিশীল পর্যায়ে থাকবে,’ যোগ করেন তিনি।
এদিকে টিসিবির তথ্য প্রদানকারী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বর্তমানে প্রতিদিন ঢাকায় ৩৫ ট্রাকে করে প্রতি ট্রাকে ১০০০ কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে ৪৫ টাকা কেজি করে। এই সরবরাহ যাতে থেমে না যায় সেই চেষ্টা করছি।’
আজকের বাজার/এমএইচ