শিগগিরই শিল্প করিডোর বিধিমালার খসড়া

প্রস্তাবিত শিল্প করিডোর বিধিমালার খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। শিগগিরই বিধিমালার খসড়া চূড়ান্ত হবে।

সোমবার ৮ মে রাজধানীর দিলকুশায় বিডা কার্যালয়ে এক বৈঠকে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গত নভেম্বরে বিডার প্রথম বোর্ড মিটিংয়ে শিল্প করিডোর বিধিমালা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। পরবর্তী বোর্ড মিটিংয়ে এই বিধিমালা নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পায়রা ও বেনাপোল বন্দর থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কের দুই ধারে শিল্প করিডোর স্থাপনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিডা। ভবিষ্যতে আন্তঃদেশীয় মহাসড়কের দুই পাশও এই করিডোরের অন্তর্ভুক্ত হবে। এছাড়া ভারত, মিয়ানমার ও চীনকে এ করিডোরে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও সংশ্লিষ্ট জেলাগুলোর ডিসিদের কাছে ভূমির সংরক্ষণ বিষয়ক চিঠি পাঠানো হয়েছে বলেও বৈঠকে উল্লেখ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রগতি ও প্রবৃদ্ধির জন্য আমরা শিল্পায়ন চাই। শিল্পের বাইরে দেশের বাকি অঞ্চলকে পরিবেশ ও জীবন যাপনের জন্য নিরাপদ করে তুলতে চাই।

তিনি আরও বলেন, শিল্পায়নের ফলে যাতে ব্যাপকহারে কৃষি জমি নষ্ট না হয়- সে উদ্দেশ্যেক সামনে রেখেই পরিকল্পিত এসব শিল্পাঞ্চল স্থাপন হচ্ছে। পাশাপাশি শিল্পের মালিকরাও যাবতীয় অবকাঠামো সুবিধা পাবেন।

বৈঠকে প্রস্তাবিত বিধিমালা নিয়ে শিল্প মন্ত্রণালয়, বিসিক, বেজা ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একজন অর্থনীতিবিদের সুপারিশ তুলে ধরেন বিডার আইন শাখার উপ-পরিচালক গাজী এ.কে.এম. ফজলুল হক।

বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোজাহেদ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল হামিদ, বিসিকের সহকারি মহাব্যবস্থাপক নূরুল আলম, বেপজার উপ-ব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল আলম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা, বেজার ব্যবস্থাপক সালেহ আহমেদ, বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, মো. আলতাফ হোসেন, পরিচালক তৌহিদুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এসএ/এলকে/৮ মে,২০১৭