ভারতের রাষ্ট্রপতি প্রনব মূখার্জীর প্রয়াত সহধর্মীনি নড়াইলের মেয়ে শুভ্রা মূর্খাজীর নামে প্রস্তাবিত ‘শুভ্রা মূর্খাজী মেমোরিয়াল হাসপাতাল’ স্থান পরিদর্শন করেছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন ও শূভ্রা মূর্খাজী ট্রাষ্টি বোর্ডের ঢাকার প্রতিনিধি দল ও স্থানীয় সরকারী কর্মকর্তাগন।
সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুর্খার্জীর স্ত্রী শুভ্রা মূর্খার্জী মেমোরিয়াল হাসপাতাল তৈরীর জন্য ২ বছর আগে কার্যক্রম শুরু করেছি। কিন্তু স্থানীয় কিছু সমস্যার কারণে কাজ বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাজটি আমরা অচিরেই শুরু করব।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর দুপুরে তিনি এবং শূভ্রা মূর্খাজী ট্রাষ্টি বোর্ডের সদস্যরা নড়াইল সদরের বাঁশভিটা এলাকায় প্রস্তাবিত শুভ্রা মূর্খাজী মেমোরিয়াল হাসপাতাল স্থান পরিদর্শন করেন।
এ সময় নড়াইল-২ সংসদ সদস্য এ্যাড. শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস, শারমিন গ্রুপের চেয়ারম্যান ইসমাইল হোসেন, মোতাহার গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, এম আলম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা মোহম্মদ মোসা, শুভ্রা মূর্খাজীর ভাই কানাইলাল ঘোষ, মামাতো ভাই কার্তিক ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ, বেঙ্গলগ্রুপ ও কয়েকটি গ্রুপের যৌথ উদ্যোগে নড়াইলের বাঁশভিটা এলাকায় ২০বিঘা জমির উপর ৫০ শয্যা বিশিষ্ট শুভ্রা মূর্খাজী মেমোরিয়াল নামে একটি আধুনিক হাসপাতাল তৈরী করা হবে।
আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭