শিগগিরই ৩৯ এবং ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি

কিছু দিনের মধ্যেই আসছে ৩৯তম এবং ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ।তবে ৩৯ তম বিশেষ বিজ্ঞপ্তি আসছে শিগগিরই।

৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অল্প সময়ের মধ্যে আরেকটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যাতে বিভিন্ন ক্যাডারে দুই থেকে আড়াই হাজার শূন্য পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা এমনটিই জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, বর্তমানে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ। এখন ফলাফল প্রস্তুতের কাজ চলছে। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান, বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির পর যাতে সাধারণ প্রার্থীদের অপেক্ষায় না থাকতে হয় সেজন্য দ্রুত সময়ে আরেকটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ ৪০তম বিসিএসের জন্য কাজ চলছে। এ বিসিএসে দুই থেকেই আড়াই হাজার পদ থাকবে।

উল্লেখ্য, গত  বুধবার ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৬ হাজার ২৮৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়।

 

আজকের বাজার: আরজেড