সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাস সংকটের কারণে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে। শিগগিরই টেন্ডার হবে।
রোববার ১৭ ডিসেম্বর বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাস ডিপো ও যাত্রীসেবা অ্যাপ ‘কতদূর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেল সহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে। বিআরটিসি দুর্নীতি ও হয়রানিমুক্ত হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন সেবার কাজ চলছে।
মন্ত্রী বলেন, বিআরটিসির দুর্নীতি ও অনিয়ম পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। বিআরটিসির বর্তমান নতুন চেয়ারম্যান চেষ্টা করছেন, আর মন্ত্রণালয়ের নতুন সচিবও দুর্নীতি থেকে মুক্ত।
আজকের বাজার:এলকে/ ১৭ ডিসেম্বর