শিপার্স কাউন্সিলের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ২০১৮ এবং ২০১৯ মেয়াদের জন্য নব-নির্বাচিত পরিচালক মন্ডলী দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমান চেয়ারম্যান এস এন জুট ইন্টারন্যাশনালেরর স্বত্তাধিকারী মোঃ রেজাউল করিম চেয়ারম্যান হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন। তিনি ২০১৭-২০১৯ মেয়াদের জন্য এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জুট এসোসিয়েশনেরও চেয়ারম্যান ছিলেন।

সিল্ক কন্টেইনার লাইন্স লিমিটেডের চেয়ারম্যান আরিফুল আহসান সিনিয়র ভাইস চেয়ারম্যান পূনঃনির্বাচিত এবং ড্রেস ওর্য়াল্ড লিমিটেডের পরিচালক মোঃ মুনির হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজকের বাজার : এসএস / ২২ জানুয়ারি ২০১৮।