বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
বুধবার (১ আগস্ট) সকালে ওই এলাকার একটি কলা বাগানের মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানান, তার অবস্থা আশংকাজনক।
গৃহবধূ নেলী বেগম (২৫) শিবগঞ্জ উপজেলার মোকামতলা কুড়িপাড়া এলাকার মজিবর রহমানের মেয়ে এবং একই উপজেলার অনন্তবালা গ্রামের সোহেল রানার স্ত্রী বলে এলাকাবাসী জানিয়েছেন।
এলাকাবাসী জানান, বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার অনন্তবালা এলাকার একটি কলা বাগানের মধ্য রক্তাক্ত গলাকাটা অবস্থায় এক গৃহবধূকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শিবগঞ্জ থানা ওসি (অপারেশনস) মো. জাহিদ হোসেন জানান, হাসপাতালে গৃহবধূ অস্পষ্ট ভাবে তার পরিচয় জানিয়ে বলেছে, তাকে তার স্বামী সোহেল হত্যার জন্য সেখানে নিয়ে আসে।
আজকের বাজার/একেএ