চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’ থেকে জঙ্গি আবুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার,২৭এপ্রিল দ্বিতীয় দিনের মতো ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযান চালানো হয়।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাড়িটিতে ঢুকে পড়ে সোয়াত সদস্যরা। বাড়িটিতে প্রবেশের আগে বিকেল ৫টার দিকে এক নারী এবং আধা ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই নারী বাড়িটিতে থাকা জঙ্গি সংগঠন পুরোনো জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং শিশুটি এই দম্পতির সন্তান বলে নিশ্চিত করেছে পুলিশ।
আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে বিকেল সোয়া চারটার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। সে সময় এ আহ্বানে কেউ সাড়া দেয়নি। ওই আহ্বানের পর একপর্যায়ে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
আসছে বিস্তারিত…
আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭