শিবগঞ্জে জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রাম থেকে জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। একটি মসজিদে দলীয় বৈঠক করার  সময় তাদের  আটক করা হয়।

বুধবার (১২ জুলােই) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ হতে বেশ কিছু দলীয় বই জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটককৃতরা হলেন- আবু বাক্কার, ইকবাল হোসেন, হুমায়ন কবির, নজরুল ইসলাম, সেলিম, মোয়াজ্জিন হোসেন কাচু, আলম, দেলজাহান, আবদুল লতিফ, ভাদু, আবদুর রশিদ, আবু বাক্কার ও একবর আলী।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান বলেন, রাতে মর্দানা গ্রামের নামোটোলা জামে মসজিদে জামায়াতের কিছু নেতাকর্মী জড়ো হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এসএম/