শিবগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই স্কুলছাত্রীর নাম শ্যামলী খাতুন। সে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের রশিক নগরের শিরোটোলা গ্রামের কবির হোসেনের মেয়ে এবং পার ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

শিবগঞ্জ থানার এস আই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্যামলীর মা আলেয়া বেগম জানান, তার দুই মেয়ে ও তার গলায় সোনার মালা ছিল। এ ছাড়া দুই মেয়ের পায়ে নূপুর ছিল সেগুলো খুলে নিয়ে গেছে হত্যাকারীরা। তবে বাড়ির অন্যান্য মালামাল সব কিছুই ঠিক ঠাক রয়েছে।

পুলিশের ধারণা, বাড়িতে কেউ চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এসে এ ঘটনা ঘটিয়েছে।

রাসেল/