চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’য় দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার,২৭এপ্রিল জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে সোয়াত। এদিকে পুলিশের বিশেষায়িত দলটির বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এর আগে আজ সকালে সোয়াতের অভিযান শুরুর আগে ওই আস্তানার কাছে গুলির শব্দ শোনা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলাম জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সকালে ফের ‘ইগল হান্ট’ নামের অভিযান শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী শিবনগর গ্রামের বাড়িটি থেকে গত রাতে ও আজ ভোরে কয়েক দফা গুলির শব্দ ভেসে আসে। সকাল ৯টার পর সেখান থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে। অভিযান চালাকালে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে ‘ইগল হান্ট’ নামের অভিযান স্থগিত করে সোয়াত। আজ ভোরে আবার অভিযান শুরুর কথা থাকলেও সকাল ৯টার পর অভিযান শুরু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল এসেছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটও আছে। এছাড়া হরিজন সম্প্রদায়ের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বজায় থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যার দিকে বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে সোয়াত। গতকাল সেখান থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাত ৯টার দিকে অভিযান স্থগিত করা হয়।
পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, ‘জঙ্গি আস্তানা’ হিসেবে যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সেটি সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। স্ত্রী ও দুই সন্তান নিয়ে আবু নামের ব্যক্তি ওই বাড়িতে অবস্থান করছেন। তবে আবুর পরিবার ছাড়াও বাড়িতে আরও দুইজন থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওই বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই আবুর নিজের বাড়ি। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে এই বাড়িতে বসবাস করছেন তিনি। ত্রিমোহিনী আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন আবু।
আজকরে বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭