শিমলা ফের বড় পর্দায় ফিরছেন বলিউডের ছবি দিয়ে

নায়িকা শিমলা ‘ম্যাডামফুলি’ খ্যাত জাতীয় পুরস্কার-প্রাপ্ত। কয়েক বছর ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি। এবার ফের বড় পর্দায় ফিরছেন বলিউডের ছবি দিয়ে।

কিংস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অর্পণ রায় চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘সফর’এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে ছবির মুম্বাই অংশের শুটিং। এই চলচ্চিত্র এবং নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কলকাতার গণমাধ্যম এবেলাকে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন শিমলা।

শিমলা বলেন, বাংলাদেশ থেকে কোনো অভিনেত্রী লিড রোলে হিন্দি ছবিতে কাজ করছে এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমি খুব খুশি যে আমার ভাগ্য এতটা ভাল। প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আবার বলিউডের মতো একটা জায়গা যেখানে প্রচণ্ড কম্পিটিশন চলে সেখানে আমি এরকম একটা সুযোগ পেয়েছি। অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা আছেন আমাদের দেশে। তারাও নিশ্চয়ই কাজ করবেন। এটাই আনন্দ হচ্ছে যে, আমার নামটা সেই তালিকায় প্রথম দিকে থাকবে।

আজকের বাজার/আরআইএস