বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিমুলিয়ায় হঠাৎ ঝড়ো হাওয়া ও পদ্মায় তীব্র স্রোত থাকায় মঙ্গলবার সকাল পৌনে ১০টায় গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোড বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মাওয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পদ্মায় তীব্র স্রোত, ঝড়ো হাওয়া ও বৃষ্টি কারণে এই রুটের সকল নৌযান বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া ভালো হলে আবার সকল নৌযান চলাচল শুরু হবে।