বৈরি আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সকল নৌচলাচল ব্যাহত হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেয়া হয়।
পরে আবহাওয়া একটু স্বাভাবিক হলে সাড়ে ১০টার দিকে আবার নৌচলাচল শুরু করে কর্তৃপক্ষ। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. তাবিরুল ইসলাম খানের নির্দেশে এ রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট বন্ধ ঘোষণা ও চালু করা হয়।
এদিকে মঙ্গলবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে পরিবহনের চাপ বেড়েছে। শিমুলিয়া প্রান্তে দক্ষিণাঞ্চলে যাওয়ার উদ্দেশে ছোট ও বড় গাড়ি মিলে ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম জানান, গত কয়েকদিন যানবাহনের চাপ কম ছিল। তবে আজ একটু চাপ বেশি। ঘাটে প্রাইভেট কার রয়েছে ৪ শতাধিক আর বড় বাস রয়েছে ৬০টির মতো। তবে আমাদের ১৮টি ফেরি সচল রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে অপেক্ষামান যানবাহন পার করা সম্ভব হবে।