কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে সকাল থেকেই উপচে পড়া ভিড়। এদিকে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখি যাত্রীদের ঢল যেন বেড়েই চলেছে। ঢাকাগামী যানবাহনের লাইনও দীর্ঘ। সবকিছু উপেক্ষা করে গাদাগাদি করে যাত্রী পারাপার হচ্ছে ফেরিতে।
অতিরিক্ত ভিড় থাকায় শারীরিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। এছাড়া ঘাটে নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা মোটরসাইকেল, মাইক্রোবাস, ইজি-বাইকসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছে গন্তব্যে।
এদিকে সকাল থেকে ১৪ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে ঘাটে। ফেরিগুলোতে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি। তবে কর্মক্ষেত্রে ফেরার জন্য মানুষের ভিড় চোখে পরার মতো ছিল। যাত্রীর চাপে যানবাহন কম নিয়েই ফেরি চলছে।