জেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। আগামী কাল বুধবার থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের ঘোষণায় দেশের দক্ষিণ বঙ্গের অনেকে রাজধানী ছাড়ছেন।
শিমুলিয়া ঘাটে এখন পারাপারের অপেক্ষায় সহ্রাধিক যান। আর বাংলাবাজার ঘাটে অপেক্ষমান সাত শতাধিক যান।
এসব তথ্য দিয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত আহম্মেদ জানান শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি বহরের ১৬ ফেরির মধ্য চলমান ১৪টি ফেরি পার করে কুলিয়ে উঠতে পারছে না।
নৌরুটটিতে লকডাউনের শুরু থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সাড়ে ৪ শ’ স্পীডবোট ও কয়েক শ’ ট্রলারে হাজার হজার যাত্রী পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। ফেরি যোগেও সমানে যাত্রী দাঁড়িয়ে পার হচ্ছেন। দুই পাড়ে পণ্যবাহী ট্রাকসহ বিপুল যানবাহন আটকা পড়ায় হাজার হাজর মানুষের দুর্ভোগ বেড়েছে।