শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ঘন কুয়াশায় শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫ ঘন্টা বন্ধের পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়া দু’টি ফেরিও গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়ছে।
বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলছে এখন। ঘনকুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি বন্ধ করতে হয়।