শনিবার ২৭জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলংকা। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে ফাইনালে ভালো ক্রিকেট খেলে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীলংকাও। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকা শিরোপা নির্ধারণী ম্যাচটি আজ শুরু হবে দুপুর ১২টায়।
ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে মাত্র ৮২ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে। পেয়েছে ১০ উইকেটে হারের লজ্জাও। এমনকি এ লক্ষ্য লঙ্কানরা তাড়া করেছে মাত্র ১১.৫ ওভারেই।
নিজেদের ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই সুযোগটা কাজে লাগাতে পারলে আনন্দের মাত্রা অনেক বেশিই হবে বলে জানান মাশরাফি, প্রথমবারের মতো আমরা যদি জিততে পারি, এটা অনেক আনন্দের হবে। সব কিছু নির্ভর করছে আসলে আজ আমরা কেমন খেলবো, কেমন শুরু করবো ম্যাচটা।
নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের মাটিতে তিনটি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে বাংলাদেশ। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটি ছিলো বাংলাদেশের প্রথম কোন শিরোপা লড়াই। এরপর ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল এবং ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপের ফাইনালে খেলেছিলো বাংলাদেশ। কিন্তু দুভার্গ্যের কাছে মাথা নত করতে হয় তাদের। তাই তিনটি ফাইনালেই প্রতিপক্ষের কাছে হেরে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় টাইগারদের ।
আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮