চলমান মৌসুমে স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। রেকর্ড ৩৫তমবারের মত লা-লিগার শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের হয়ে সব মিলিয়ে ২৪তম ট্রফি জিতলেন মার্সেলো।
ক্লাবের ইতিহাসে আর কোন খেলোয়াড় রিয়ালের হয়ে এত বেশি শিরোপার স্বাদ নিতে পারেনি। পাকো জেন্টোকে পেছনে ফেলে সেরা হয়েছেন মার্সেলো। রিয়ালের হয়ে জেন্টো ২৩টি ট্রফি জিতেছিলেন।
২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে রিয়ালে যোগ দেন মার্সেলো। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৩৮৫ ম্যাচ খেলেছেন তিনি। এরমধ্যে ২৪টি শিরোপা জিতেছেন মার্সেলো। এর মধ্যে ছয়টি লা-লিগা, চারটি ক্লাব বিশ্বকাপ, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দু’টি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ ও তিনটি উয়েফা সুপার কাপ জিতেছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান