শিরোপা নিশ্চিত করতে আজ রাতে মাঠে নামছে বার্সা

লা লিগায় আজ রাতে দেপোর্তিভ লা করুনার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা।এ জয় দিয়েই লা লিগার শিরোপা ঘরে তুলতে চায় কাতালানরা।

অন্যদিকে, দেপোর্তিভ লা করুনার মাঠ অ্যাবেনকা রাইজোরে আজ রাতে রীতিমতো একটা গার্ড অব অনারের আয়োজন করে ফেলেছে বার্সেলোনা। কারণ চলতি মৌসুমের শেষেই এই কাতালান ক্লাবে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাই বার্সা সমর্থকদের জন্য অপেক্ষা করছে অন্য রকম আবেগময় মুহূর্ত।

বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেন, ইনিয়েস্তার আসলে কোনো বিকল্প নেই। তার জায়গায় হয়তো আমরা অন্য কাউকে খেলাতে পারি। কিন্তু ওর মধ্যে আলাদা এমন কিছু গুন আছে যেগুলো অন্য কারো কাছ থেকে পাওয়ার কল্পনা করাও কঠিন। তাই ওর মতো কেউ যখব বিদায় নেয় তখন দলে ভারসাম্যের জন্য পুরো ফরমেশনই পাল্টাতে হবে।

বিদায়ী সংবর্ধনার সাথে শিরোপার স্বাদটাও পেয়ে যেতেই পারেন ইনিয়েস্তা। আগের দিন রিয়াল মাদ্রিদ হারলে উৎসবটা একদিন আগে করতে পারত বার্সা। অবশ্য শিরোপার জন্য অন্য কোনো দলের হারের দিকে তাকিয়ে থাকতে কোনো দিনই রাজি ছিল না বার্সা। লা লিগার বর্তমান সমীকরণ বলছে, কেবল দেপোর্তিভর বিপক্ষে ড্র করলেও শিরোপাটা নিশ্চিত হয়ে যাবে ন্যু ক্যাম্পের ছেলেদের।

বার্সার জন্য ব্যাপারটা যতটা সহজ দেপর্তিভর জন্য ততটাই কঠিন। আজকের ম্যাচটা রেলেগেশন জোনে থাকা দেপোর্তিভর জন্য বাঁচা-মরার লড়াই।

লিগে এখনো পর্যন্ত কোনো হারের স্বাদ পায়নি বার্সেলোনা। বাকি পাঁচ ম্যাচে হার এড়াতে পারলে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদের পর আরো একবার কোনো ক্লাব অর্জন করবে অপরাজিত লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

আরজেড/