প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট শিল্পপতি আবদুল মোনেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোনেম রোববার সকাল দশ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর আগে স্ট্রোক করায় গত ১৭ মে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান