সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত শুকর আলীর মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ ফৌজদারি আপিল খারিজ করে অভিযুক্ত শুকর আলীর মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস'কে আজ এ কথা জানান।
তিনি বলেন, এই মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যা করে। মামলায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ২০০৮ সালের ৩০ জানুয়ারি আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- প্রদান করেন। রায়ের বিরুদ্ধে আনা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির পর হাইকোর্ট ২০১৩ সালের ১৩ মে মৃত্যুদ-াদেশ বহাল রেখে রায় দিয়েছেন।
হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আনা আপিলে আজ জেল আপিল খারিজ করে দিয়ে আসামির মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।